মোঃ আসাদুজ্জামান ।।
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ইং তারিখ সকাল ১০.০০ টা বরগুনা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে বেসরকারি উন্নয়ন রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় নাগরিক সমাজের বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক চিত্তরঞ্জন শীল।
সভায় স্বাগত বক্তব্য ও কর্মসূচির লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা করেন জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান। সভাটি সঞ্চালনা করেন জেলা নাগরিক প্লাটফর্মের সিনিয়র সদস্য মনির হোসেন কামাল। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু জাফর মোঃ সালেহ, বরগুনা এনজিও ডেভলপমেন্ট ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, বরগুনা ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, ব্রাকেট জেলা সমন্বয়কারী মারুফ পারভেজ , প্রশিক্ষণ বিভাগীয় প্রধান যুব রেডক্রিসেন্ট আমিরুল ইসলাম।
সভায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার ছয় উপজেলা থেকে নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ, যুব ফোরামের সদস্যবৃন্দ, হুইসেলব্লোয়ার সদস্য, বিভিন্ন ইয়্যুথ গ্রুপের প্রতিনিধি, বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধি, সোস্যাল একটিভিস্ট, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ জেলা পর্যায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি বৃন্দ। সভায় উপস্থিত বক্তারা বলেন প্রয়োজনীয় তথ্য এবং সহযোগিতা আদান- প্রদানের লক্ষ্যে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সাথে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!