রবিবার রাতে কাদুনা রাজ্যের কাজুরায় বন্দুকধারীরা হামলা চালায়। হামলায় ৮৭ জনকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
চলতি মাসের শুরুতে কাদুনায় ২৮৬ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। নাইজেরিয়ার উত্তর ও উত্তরপশ্চিমে গ্রামে ডাকাতি ও গণঅপহরণের ঘটনা বেড়েছে। জাতিসংঘের মতে, নৃশংসতার কারণে এখানে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু প্রতিদিন এসব ঘটনা বন্ধের চাপের মুখোমুখি। কিন্তু বন্দুকধারীদের হামলার তীব্রতা প্রেসিডেন্টকে অসহায় মনে হচ্ছে।
কাদুনা পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাজুরাতে মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী বন্দুকধারীদের খোঁজে অভিযান চালাচ্ছে। স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!