সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।
দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শামীম খন্দকারের করা আবেদনে বলা হয়েছে, এম এ মান্নান এবং তার সঙ্গে অভিযুক্তরা যোগসাজশে মেসার্স টেলিকম সার্ভিস লিমিটেডের নামে ৮ কোটি টাকার ভুয়া ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। অভিযোগে উল্লেখ করা হয় যে, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করেছেন।
বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, এম এ মান্নান বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, এমন আশঙ্কায় দুদক তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে।
মন্তব্য করার জন্য লগইন করুন!