জাহাঙ্গীর আলম প্রধান।। চাঁদপুর সদর উপজেলার ৩নং দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার এর টাকা কাজ না করে তা আত্মসাৎ করেছেন, ম্যানেজিং কমিটির লোকজন, জানা যায় বর্তমান অর্থবছরে এ বিদ্যালয়ে সংস্কারের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়, বিদ্যালয়ের বর্তমান সভাপতি কাজল হোসেন সাবেক মেম্বার শরীফ চৌধুরী কে হাত করে আংশিক কাজ করে তা আত্মসাত করেন।ভবনে রং করার কথা থাকলে ও তা করা হয়নি। নাম না প্রকাশ করতে অনিচ্ছুক কয়েক জন ব্যক্তি বলেন, সাবেক মেম্বার ও সভাপতি এক জোট হয়ে বিদ্যালয়ের আংশিক কাজ করে তা আত্মসাৎ করেছে, আমরা এর উপযুক্ত বিচার চাই। প্রধান শিক্ষক কাজি নিজামুদ্দিন বলেন, ২ লাখ টাকা বরাদ্দ এসেছে ভ্যাট কেটে ১ লাখ ৭৪ হাজার টাকা পাওয়া গেছে। আমি দায়িত্ব নিয়ে কাজ করিনি।সভাপতি কাজল হোসেন ও সাবেক মেম্বার শরীফ চৌধুরী বিদ্যালয়ের কাজ করেছেন ওনাদের জিজ্ঞাসা করুন।
মন্তব্য করার জন্য লগইন করুন!