ঠাকুরগাঁও, ৭ জুন: গতকাল শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রশনিয়া গ্রামে বজ্রপাতে লিপি আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত লিপি ছিলেন রশনিয়া দেশিয়াপাড়া গ্রামের ফিরোজ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার দিন দুপুরে লিপি আক্তার বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন।
তখন হঠাৎ আকাশে বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাত হয়। বজ্রপাতের একটি লিপির উপর আঘাত হানে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
লিপির মৃত্যুতে তার পরিবারে শোক নেমে এসেছে।
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!