logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- টামটা ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মোহাম্মদ মানিক, শাহরাস্তি-হাজীগঞ্জে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে মাছের ঘের তৈরিতে ব্যস্ত

টামটা ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মোহাম্মদ মানিক, শাহরাস্তি-হাজীগঞ্জে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে মাছের ঘের তৈরিতে ব্যস্ত

এ বিষয়ে শাহারাস্তি উপজেলার সহকারী ভূমি কমিশনার বলেন আমরা কৃষি জমি যেখানে খনন হচ্ছে ভ্যাকু দিয়ে এবং মাটি বিক্রি করছে সেখানেই আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি

টামটা ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মোহাম্মদ মানিকশাহরাস্তি-হাজীগঞ্জে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে মাছের ঘের তৈরিতে ব্যস্ত

এমকে এরশাদ। শাহরাস্তি হাজিগঞ্জ উপজেলায় কৃষি জমির মাটি ভ্যাকু দিয়ে কাটার মহাউৎসব চলছে এবং  বিক্রি হচ্ছে ইটভাটায়। অন্যদিকে ফসলি জমি নষ্ট করে মাছের ঘের তৈরি করছে অবৈধ ভাবে।

এরা প্রশাসনকে ফাঁকি দিয়েই প্রতিনিয়তই কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে চলেছেন। অপরদিকে কয়েক একর ফসলি জমি নষ্ট করে মাছের ঘের তৈরি করছে অসাধু লোকজন। এসব কারণেই দেশে দিন দিন কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। নষ্ট হচ্ছে ফসলি জমি।  জমির ফসল করার মত আবাদী জমিও কমে যাচ্ছে।

এদিকে শাহারাস্তি উপজেলার সমৃদ্ধ কাচাঁমাল কৃষি জমির টপ সয়েল খ্যাত এ মাটি। এ সকল কৃষি জমির মাটি কেটে নেয়ায় উল্লেখযোগ্য হারে ধান উৎপাদনকৃত শত শত একর কৃষি জমি অনাবাদি পড়ে আছে।

স্থানীয় ক্ষুদ্র কৃষক ও জমির মালিকরা জানায়, একশ্রেনীর মাটি খেকো দালালরা কৃষি মাঠের মাঝখানে ২/১ জন জমির মালিককে মোটা অংকের অর্থের লোভ দেখিয়ে জমির মাটি বিক্রি করছে । আশেপাশের কৃষিজমি ঝুঁকির মুখে পড়ছে। আবার অনেক অসাধু ব্যবসায়ীরা দিনের বেলা ভ্যাকু বন্ধ করে রাখে আর রাতের অন্ধকারে ভ্যাকু চালায় যাতে করে প্রশাসন বা সাংবাদিক না বুঝতে পারে। প্রশাসনকে ফাঁকি দিয়েই এসব ভ্যাকু দিয়ে মাটি কাটার কাজ চালিয়ে আসছে ও মাটি ইটভাটায় বিক্রি করছে।


অন্যদিকে কয়েক একর ফসলি জমি বিনষ্ট করে মাছের ঘের তৈরি করছে ওই অসাধু ব্যবসায়ীরা। সরে জমিনে গিয়ে দেখা যায় শাহারাস্তি উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ড চিকোরিয়া মাস্টার বাড়ির পাশে এক একর কৃষি জমি খনন করে মাটি বিক্রি করছে ইট ভাটায় আর তৈরি করছে মাছের ঘের।

জানাযায়  অসাধু ব্যবসায়ী ভ্যাকুর মালিক মোহাম্মদ মাসুদ বেপারী ও মোঃ শাহাদাত ভূঁইয়া এরা ফসলি জমি নষ্ট করে প্রতিনিয়ত মাটি বিক্রি করছে ইট বাটায় এবং ফসলি জমি খনন করে মাছের ঘের তৈরিতে সাধারণ ফসলি জমির কৃষককে উদ্বুদ্ধ করছে । এদিকে এলাকার কয়েকজন কৃষক জানিয়েছে তারা অবৈধ ট্রাক্টর দিয়ে প্রতিনিয়ত মাটি বিক্রি করছে যদিও শাহাদাত মাস্টারের এই ফসলি জমিতে ধান উৎপাদন হত ।
অত্যাধুনিক ভেকু মেশিনের সাহায্যে এ সকল কৃষি জমির মাটি কেটে নেয়ায় জমিগুলো বড় বড় গর্তে পরিনত হয়। মাটি খেকো দালালরা পাশ্ববর্তী জমির মালিকদের বলে, আপনারা এ জমির সমভাবে মাটি না কাটলে কৃষি জমির পানি থাকবেনা, ফসল উৎপাদন হবেনা।

আর এভাবেই ফাঁদ পেতে  বুঝিয়ে যায় কৃষকদের। এভাবে শাহারাস্তি উপজেলায় সমানভাবে মাটি কাটার হিড়িকে একে একে সকল কৃষি জমির মালিক তাদের কৃষি জমির মাটি বিক্রি করে ফসলি কৃষি জমিগুলো ধ্বংস করছে। 
শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় শতাধিক কৃষি মাঠে মাটি খেকো দালালরা ভেকু মেশিন, টাক্ট্রর ও আইসার গাড়ীর সাহায্যে কৃষি জমি বিনষ্ট করার দুষ্কর্ম অব্যাহত রেখেছে। দেখার যেন কেউ নেই।


মাঝে মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা অব্যাহত থাকলেও মাটি খেকো দালালদের কৃষি জমির মাটি কাটা বন্ধই হচ্ছে না। থামছেই না জাতির অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান পথ কৃষিজমির উৎপাদনের জন্য বিনষ্টকারীর শক্ত হাত ।
এদিকে কৃষি মাঠ থেকে মাটি নিয়ে রাস্তায় উঠার জন্য, এ সকল মাটি খেকো দালালরা গ্রামীন সড়ক কেটে ড্রাইব্রেশন করে গ্রামীন জনপদের রাস্তাগুলো ধ্বংস করছে। সরকারের কোটি কোটি টাকা বরাদ্দকৃত গ্রামীন জনপদের এ সড়কগুলো মাটি খেকো দালালদের অভয়ারন্যে ধ্বংসে পতিত হয়। স্থানীয় জনসাধারন সড়কের বেহাল দশার কারনে জনদুভোর্গ পোহাতে হয়।
এ সকল কৃষি জমির মাটি পারাপারে মাটি খেকো দালালরা সড়কে নিষিদ্ধ ঘোষিত ট্রাক্টর ও যন্ত্রদানব আইসার ব্যবহারে সড়কে ধুলাবালি, ভযাবহ দুর্ঘটনা ও প্রানহানির মত ঘটনা ঘটছে। নাম প্রকাশে অনিচ্ছুক, কৃষি জমির মাটি কেনা কয়েকজনের সাথে আলাপকালে তারা জানায়, কৃষি জমিগুলো ধান ক্ষেতের জন্য উপযোগী না হয়ে, বেশী উচুঁ হয়ে যাওয়ায়, জমির মালিকগণ আমাদের কাছে, জমির মাটি বিক্রি করছেন। পরবর্তী বৎসর ফসল করতে পারছেনা কৃষক ।

এ বিষয়ে শাহারাস্তি উপজেলার সহকারী ভূমি কমিশনার বলেন আমরা কৃষি জমি যেখানে খনন হচ্ছে ভ্যাকু দিয়ে এবং মাটি বিক্রি করছে সেখানেই আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি ।


ভ্যাকু দিয়ে কৃষি জমি খনন করে যাচ্ছে এসব ভ্যাকু আমরা জব্দ করেছি এবং গত রাতে একটি ভ্যাকু জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জরিমানা সহ মামলাও করা হয়েছে। কেউ যদি অন্যায় ভাবে এভাবে ফসলি জমি নষ্ট করে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিবো।


এদিকে হাজীগঞ্জ উপজেলার পৌরসভার শেষ সীমানা শাহারাস্তি টামটা দুই সীমানার বরাবরে কুমিল্লা চাঁদপুর মহাসড়কের পাশে কয়েক একর নিয়ে অবস্থিত বেকু দিয়ে ফসলি জমি বিনিষ্ঠ করে এবং তৈরি করছে মাছের ঘের । সরা জমিনে গিয়ে দেখা যায় এসব ফসলের জমি নষ্ট করে মাছের ঘের তৈরি করছেন টামটাউন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মানিক তিনি জনপ্রতিনিধি হয়েও নিজেই অবৈধভাবে বেকু লাগিয়ে মাছের ঘের তৈরি করছে কয়েক একর জমির ভিতরে ভেকু দিয়ে ফসলি জমি নষ্ট করে তৈরি করছে মাছের ঘের আর পুরো দায়িত্ব পালন করছে ওয়ার্ড মেম্বার মোঃ রহিম। তারা দুজনে জনপ্রতিনিতি বেশি প্রভাব খাটিয়ে সরকারি লোকদের ম্যানেজ করে কৃষি জমি বিনষ্ট করে তৈরি করছে মাছের ঘের এ বিষয়ে ওয়ার্ড মেম্বার বলেন পুরো জমিটাই চেয়ারম্যানের মাছের ঘের তৈরি চেয়ারম্যান করছে। এটা আমার বিষয় না আমি দেখাশোনা করছি এ বিষয়ে চেয়ারম্যানের ইউপি পরিষদে না থাকলেও তাকে ফোন দিল তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। জানা যায় চেয়ারম্যান পরিষদে আসেনি তেমন কারণ আওয়ামী লীগের সময় তিনি চেয়ারম্যান হয়েছিলেন আওয়ামী লীগের করায় পরিষদে দেখা যায়নি অনেকে জানিয়েছে। 




আরও পড়ুন

খেলার মাঠ ও সরকারি জমি দখল করে প্লট বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

খেলার মাঠ ও সরকারি জমি দখল করে প্লট বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

এলাকার অনেকে জানিয়েছে তারা তো সবাই বুঝে তাছাড়া সবকিছু ম্যানেজ করেই মাটি কাটছে বেকু দিয়ে তবে এই জমিতে ধান হত। তারা কৃষি জমি নষ্ট করে কেন যে মাছের ঘাড় তৈরি করছে জানিনা। এই জমি থেকে অনেক ফসল উঠতো। এদিকে শাহারাস্তি উপজেলা ও হাজিগঞ্জ উপজেলায় প্রতিনিয়তই বেকু দিয়ে ফসলে জমি নষ্ট করে মাটি কেটে কেউ মাছের ঘের তৈরি করছে আবার কেউ এসব মাটি বিক্রি করছে ইটভাটায়। 
বেশ কয়েকজন ইটভাটার মালিকের সাথে আলাপকালে তারা জানায়, কিছু মাটিওয়ালা মাটি বিক্রি করছে, আমরা কিনছি, তারা মাটি কোথায় থেকে আনলো আমাদের কিছু যায় আসেনা। সচেতন মহল মনে করেন অচিরেই এ মাটি কাটার মহাউৎসব বন্ধ না হলে, খাদ্য সংকট, পরিবেশ বিপর্যয়, দরিদ্রর হার বৃদ্ধি সহ নানামুখী সংকটে পড়বে জনসাধারন। অনেকে জানিয়েছে সরকারি কিছু অসাধু লোকদের ম্যানেজ করে এসব ভ্যাকু চলছে এবং ফসলি জমি নষ্ট করে চলেছে। 

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

টামটা ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মোহাম্মদ মানিক, শাহরাস্তি-হাজীগঞ্জে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে মাছের ঘের তৈরিতে ব্যস্ত

এ বিষয়ে শাহারাস্তি উপজেলার সহকারী ভূমি কমিশনার বলেন আমরা কৃষি জমি যেখানে খনন হচ্ছে ভ্যাকু দিয়ে এবং মাটি বিক্রি করছে সেখানেই আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

এমকে এরশাদ। শাহরাস্তি হাজিগঞ্জ উপজেলায় কৃষি জমির মাটি ভ্যাকু দিয়ে কাটার মহাউৎসব চলছে এবং  বিক্রি হচ্ছে ইটভাটায়। অন্যদিকে ফসলি জমি নষ্ট করে মাছের ঘের তৈরি করছে অবৈধ ভাবে।

এরা প্রশাসনকে ফাঁকি দিয়েই প্রতিনিয়তই কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে চলেছেন। অপরদিকে কয়েক একর ফসলি জমি নষ্ট করে মাছের ঘের

তৈরি করছে অসাধু লোকজন। এসব কারণেই দেশে দিন দিন কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। নষ্ট হচ্ছে ফসলি জমি।  জমির ফসল করার মত আবাদী জমিও কমে যাচ্ছে।

এদিকে শাহারাস্তি উপজেলার সমৃদ্ধ কাচাঁমাল কৃষি জমির টপ সয়েল খ্যাত এ মাটি। এ সকল কৃষি জমির মাটি কেটে নেয়ায় উল্লেখযোগ্য হারে ধান উৎপাদনকৃত শত শত একর কৃষি জমি অনাবাদি পড়ে আছে।

স্থানীয় ক্ষুদ্র কৃষক ও জমির মালিকরা জানায়, একশ্রেনীর মাটি খেকো দালালরা কৃষি মাঠের মাঝখানে ২/১ জন জমির মালিককে মোটা অংকের অর্থের লোভ দেখিয়ে জমির মাটি বিক্রি করছে । আশেপাশের কৃষিজমি ঝুঁকির মুখে পড়ছে। আবার অনেক অসাধু ব্যবসায়ীরা দিনের বেলা ভ্যাকু বন্ধ করে রাখে আর রাতের অন্ধকারে