কাঠালিয়া, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের মো. আফজাল তালুকদার (৪৫) নামের এক যুবক হিটস্ট্রোকে মারা গেছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক তাকে পরীক্ষা করে হিটস্ট্রোক হয়েছে বলে নিশ্চিত করেন। এরপর রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় পল্লী চিকিৎসক দিলীপ চন্দ্র হাওলাদার মৃত্যুর কারণ হিসেবে হিটস্ট্রোককেই নিশ্চিত করেছেন।
নিহত মো. আফজাল তালুকদার মৃত মো. আনোয়ার তালুকদারের বড় ছেলে ছিলেন। তিনি পেশায় ছিলেন ডেকরেটর। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
আজ রোববার সকাল ৯ টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে, ঝালকাঠির উপর দিয়ে আজও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত।
লগইন
ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!