সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বদলী হওয়ার পর মঙ্গলবার (২০ আগস্ট) অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আজিজুর রহমান। ওসি আজিজুর রহমান জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পূর্বে সুনামগঞ্জ পুলিশ লাইন হাসপাতালের ইনচার্জ হিসেবে ছিলেন।
জগন্নাথপুর থানায় যোগদানের পর ওসি আজিজুর রহমান জগন্নাথপুর উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা কামনা করেছেন সকল শ্রেনীপেশার মানুষের প্রতি। তিনি সুনামগঞ্জ জেলা দিরাই থানাসহ বেশ কয়েকটি থানায় সততার সাথে আইনী দায়িত্ব পালন করেছেন। এছাড়াও গণমাধ্যমকর্মীদের সাথে রয়েছে তাহার মধুর সম্পর্ক।
মন্তব্য করার জন্য লগইন করুন!