চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (65) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত 3টার দিকে রেল ফাঁড়ি পুলিশ মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।
বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রেল ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই বৃদ্ধের গায়ে ক্রিম কালারের ফতুয়া এবং ঘিয়ে কালারের চেক লুঙ্গি ছিল। চুয়াডাঙ্গা রেল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।
ডা. আব্দুল কাদের আরও বলেন, "একজন বৃদ্ধকে রেল পুলিশের সদস্যরা জরুরি বিভাগে রেখে গেছেন। পরীক্ষা-নীরিক্ষা করে আমরা দেখেছি বৃদ্ধ মারা গেছেন।"
বৃদ্ধের পরিচয় এখনও অজানা। পুলিশ মৃত্যুর কারণ তদন্ত করছে।
লগইন
Mysterious Death
মন্তব্য করার জন্য লগইন করুন!