logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার-২০২৪ অনুষ্ঠিত

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার-২০২৪ অনুষ্ঠিত

যারা পাননি, তারাও আগামীতে পাবেন হয়তো আজকে ছয়জনকে দেয়া হয়েছে

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার-২০২৪ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ইমরান হক।।  
অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ পুরস্কার প্রদান বুধবার (৮ জানুয়ারী-২০২৫ ) অনুষ্ঠিত হয়েছে। এই প্রথমবারের মতো এ আয়োজনে বিচারকদের বিবেচনায় এবছর ৬জন সাংবাদিক পুরস্কার পেয়েছেন।

গতকাল সন্ধ্যা ৬ টায় চাঁদপুর প্রেসক্লাব মাঠে বিজয়ী সাংবাদিকদরে মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাবের যে ঐতিহ্য ও সুনাম রয়েছে, তা ধরে রাখবেন এবং পাশপাশি বিভিন্ন সময়ে পুলিশকে তথ্য দিয়েও পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যারা পুরস্কার পেয়েছেন, তাদের দেখে উপস্থিত সামনে অন্য যারা সাংবাদিক আছেন, তাদের মধ্যেও এই পুরস্কার পাওয়ার জন্য কাজ করতে হবে। যারা পাননি, তারাও আগামীতে পাবেন হয়তো আজকে ছয়জনকে দেয়া হয়েছে।


কিন্তু বাকিরাও ভালো লিখেছেন, ভালো কাজ করেছেন। জেলা প্রশাসক বলেন, আমাদের যে ফ্যাসিষ্ট রয়েছে, এটা ভাঙতে হবে আপনাদের। এ সময় তিনি গুণি সাংবাদিক এবিএম মুসার কথা উদাহরণ দিয়ে সাংবাদিকের উৎকর্ষতার বিষয়ে নজর দিতে বলেন। আগে সাংবাদিকদের প্রতি আস্থা ছিল, বিশ্বাস ছিল। কিন্তু এখন যারা আছেন, তারা মনে করেন, আমি যদি কোনো নেতার বিষয়ে লিখি তাহলে ভিউজ বেশি হবে। তাই নিউজের তুলনায় ভিউজ এখন বেশি হয়ে গেছে।

সাংবাদিকতা কেন দরকার এ বিষয়ে তিনি বলেন, সাংবাদিকরা রাস্ট্রের চতুর্থ স্তম্ভ কখনো বলেন না, যদি বলতেন, তাহলে আজকে ফ্যাসিবাদী তৈরি হতো না। অ্যাক্রিডেশন কার্ড বাতিল হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সংগঠনের দূর্বলতা আছে, নেতৃত্বের দায়বদ্ধতা আছে। আমরা কি শুধু তথ্যই পাই

সাংবাদিকদের কাছ থেকে। আমরা আরো অনেক কিছু, অনেক তথ্য পেয়ে থাকি।

এসময় তিনি কিশোর গ্যাংয়ের বিষয়েও বলেন, এখানে কিশোর গ্যাং হচ্ছে কেন। এটা কি পরিবারের সমস্যা, নাকি মাদকের সমস্যা, নাকি ব্যাক্তির নিজের। এই কিশোর গ্যাংয়ের বয়স ১৮-২০ হবে, এর বেশিনা। আমরা চিন্তা করেছি, এই ছেলে গুলোকে কিছু কারিগরি শিক্ষা দিতে চাই। তাহলে আর তারা সামনে বের হয়ে কোনো অপরাধের সাথে জড়াবে না। এছাড়াও মাদকের সাথে যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধেও কাজ করতে চাই।

তিনি বলেন, আমি সাংবাদিকদের বলবো আপনারা এই বিষয়গুলোর প্রতি জোর দেন, একটু নজর রাখুন। এগুলো নিয়েও আপনারা একটু ভাবুন, তাদের পাশেও থাকার চেষ্টা করুন। কারণ এই মাদক সেবির কারণে আপনিও আপনার সন্তানকে স্কুলে পাঠাতে পারবেন না, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হবেন, ব্যাবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন, এছাড়াও সাংবাদিকদের প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত বলে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

তিনি বলেন, আমি যেদিন চাঁদপুর আসি ঐদিন সকলের কথাগুলো শুনে, অত্যন্ত গঠনমূলক কথা ছিল সেগুলো শুনার পর আমি আমার কাজ করতে শুরু করি। একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, চাঁদপুর প্রেসক্লাব প্রত্যেক সাংবাদিকের জন্য একটি ঐতিহ্য। এই যে এতো সুন্দর একটি নির্বাচন হয়েছে, কোনো ঝামেলা বিহীন ছাড়াই, এতো সুন্দরভাবে হয়েছে যা বলা বাহুল্য।

তিনি আরো বলেন, বিশেষ করে আজকে যারা পুরস্কৃত হয়েছেন, আমি এদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। চাঁদপুর প্রেসক্লাব নতুন মেম্বারসহ সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। এই সাংবাদিকদের মাধ্যমেই আমরা অনেক নিখুঁত তথ্য পেয়ে থাকি। এই জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তিনি ধানবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, আমি আজকে দীর্ঘদিন পর মনে হয় প্রেসক্লাবের দাওয়াতে এসেছি। ২০০৩ সালে যখন বিএনপির নেত্রী এসে অনুদান দেয়, তখন আমি সাথে ছিলাম। আমরা সাংবাদিকদের যদি লেখার সুযোগ করে দেই, তাহলে তারা আরো সহজে সংবাদ পরিবেশন করতে পারে। আমি আজকে দেখেছি পৌরসভার ৫ জন ব্যাক্তির নামে সংবাদ হয়েছে। তাদেরকে ফ্যাসিবাদী সরকারের আমলের হিসেব দেওয়ার জন্য ধরেন। এ সময় তিনি সাংবাদিকদের বিষয়ে বলেন, ঢাকায় এবং চাঁদপুরে মিলিয়ে অনেক ভালো ভালো সাংবাদিক রয়েছে। অনেক সত্য প্রকাশিত হচ্ছে গত ৫ আগস্টের পর পর।


আরও পড়ুন

চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত

চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে চাঁদপুর জেলা জামায়াতের আমির মাও. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, সাংবাদিকদের কথা যদি বলি, তাহলে সাংবাদিকরা হলো সমাজের একটি চিত্র। এজন্য সঠিক সাংবাদিকতা হলো দায়িত্বশীলতার সাথে সঠিক তথ্য প্রচার করা। যখন জাতি দেশ ও জনগনের পক্ষে অবস্থান নেয়, যখন দেশকে বিক্রি করার জন্য ফ্যাসিস্ট সরকারের পক্ষে একদল সাংবাদিক ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, এটা কেমন সাংবাদিকতা ? তাই এগুলো থেকে বিরত থাকতে হবে। দেশ ও জাতির জন্য সাংবাদিকগণ কাজ করবে, এবং দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে সাংবাদিকরা।

এসময় আরো বক্তব্যে রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত চাঁদপুরের বিশিষ্ট নারী চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা: সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

চাঁদপুর প্রেসক্লাবের (২০২৪ সাল) সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন ও সাংবাদিক এম আর ইসলাম বাবু'র যৌথ পরিচালনায় শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ। গীতা পাঠ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর।

স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের (২০২৪ সাল) সভাপতি শাহাদাত হোসেন শান্ত। পরে চাঁদপুর প্রেসক্লাব থিমসং প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অ্যাড. ইকবাল বিন বাশার, চাঁদপুর প্রেসক্লাবের (২০২৫ সালের) সভাপতি রহিম বাদশা, চাঁদপুর প্রেসক্লাবের (২০২৫ সালের) সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি (২০২৫ সালের) ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, চাঁদপুরের পুরানবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে. মো. শোয়ায়েব, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আমির অ্যাডভোকেট শাহজাহান খান, দৈনিক প্রভাতি কাগজের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, জেলা গনঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, চাঁদপুর ফটোর্জানালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন মারজুক মুহিত।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর প্রেসক্লাব সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ সালের পুরস্কার গ্রহণ করেছেন : স্থানীয় পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ হাবীব উল্যাহ, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত তালহা জুবায়ের, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকার ধারাবাহিক প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মুহাম্মদ আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত এম ফরিদুল ইসলাম।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার-২০২৪ অনুষ্ঠিত

যারা পাননি, তারাও আগামীতে পাবেন হয়তো আজকে ছয়জনকে দেয়া হয়েছে

ইমরান হক, স্টাফ রিপোর্টার

image

স্টাফ রিপোর্টার - ইমরান হক।।  
অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ পুরস্কার প্রদান বুধবার (৮ জানুয়ারী-২০২৫ ) অনুষ্ঠিত হয়েছে। এই প্রথমবারের মতো এ আয়োজনে বিচারকদের বিবেচনায় এবছর ৬জন সাংবাদিক পুরস্কার পেয়েছেন।

গতকাল সন্ধ্যা ৬ টায় চাঁদপুর প্রেসক্লাব মাঠে বিজয়ী সাংবাদিকদরে মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এতে প্রধান অতিথি

হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাবের যে ঐতিহ্য ও সুনাম রয়েছে, তা ধরে রাখবেন এবং পাশপাশি বিভিন্ন সময়ে পুলিশকে তথ্য দিয়েও পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যারা পুরস্কার পেয়েছেন, তাদের দেখে উপস্থিত সামনে অন্য যারা সাংবাদিক আছেন, তাদের মধ্যেও এই পুরস্কার পাওয়ার জন্য কাজ করতে হবে। যারা পাননি, তারাও আগামীতে পাবেন হয়তো আজকে ছয়জনকে দেয়া হয়েছে।


কিন্তু বাকিরাও ভালো লিখেছেন, ভালো কাজ করেছেন। জেলা প্রশাসক বলেন, আমাদের যে ফ্যাসিষ্ট রয়েছে, এটা ভাঙতে হবে আপনাদের। এ সময় তিনি গুণি সাংবাদিক এবিএম মুসার কথা উদাহরণ দিয়ে সাংবাদিকের উৎকর্ষতার বিষয়ে নজর দিতে বলেন। আগে সাংবাদিকদের