নিউজ ডেস্ক।। ১১/০৩/২০২৫ খ্রিঃ তারিখ জনাব মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা, চাঁদপুর ও জনাব রাজীব চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত)দ্বয়ের সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিঃ)/মোঃ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ থানাধীন গাজীপুর-পাইকপাড়া চৌরাস্তা এলাকা হতে ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী- মোঃ হাচান (৩৩) ,পিতা- হাতেম আলী, মাতা- সুফিয়া, গ্রাম- শাশিয়ালী (দক্ষিণ, বরকন্দাজ বাড়ী, ০২ নং ওয়ার্ড, ০৭নং পাইকপাড়া উত্তর ইউপি) , থানা- ফরিদগঞ্জ, জেলা –চাঁদপুর’কে গ্রেফতার করেন। এসআই (নিঃ)/মোঃ আরিফুর রহমান সরকার, এসআই(নিঃ)/লিটন চাকমা সঙ্গীয় অফিসারসহ অভিযান পরিচালনা করে অত্র থানাধীন আদশা গ্রাম হতে পরোয়ানাভূক্ত আসামী-০১। বোরহান হুজি(৪০), পিতা-মিজানুর রহমান, সাং-আদশা (হুজি বাড়ি), ০৭নং ওয়ার্ড, ০৬নং গুপ্টি পশ্চিম ইউপি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, এএসআই (নিঃ)/ মাসুদুল হক সঙ্গীয় অফিসারসহ অভিযান পরিচালনা করে ষোলদানা গ্রাম হতে সাজা পরোয়ানাভূক্ত আসামী-০২। মোঃ শরীফ, পিতা-মৃত অজি উল্যাহ মিজি, সাং-ষোলদানা (ছালামত মেম্বারের বাড়ী), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর এবং এএসআই (নিঃ)/ মোঃ জাকির হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কাওনিয়া গ্রাম হতে পরোয়ানাভূক্ত আসামী-০৩। মোঃ মোশারফ হোসেন, পিতা-মোঃ মোস্তফা, মাতা-কহিনুর বেগম, সাং-কাওনিয়া (মিস্ত্রি বাড়ী), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরদের গ্রেফতার করেন।
১১/০৩/২০২৫খ্রিঃ তারিখ জনাব মোঃ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ, কচুয়া থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)/ রুহুল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কচুয়া থানাধীন প্রসন্নকাপ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিন বকাউল(৫২), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মৃত মঞ্জুমা বেগম, সাং-প্রসন্নকাপ পূর্ব পাড়া(বকাউল বাড়ী), ৫নং ওয়ার্ড, ৫নং সহদেবপুর ইউপি, থানা-কচুয়া, জেলা-চাঁদপুরকে ০৮(আট) পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করেন। এসআই/রুহুল আমিন, এএসআই/জয়নাল আবেদীন, এএসআই/আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানার বিভিন্ন এলাকা হতে গ্রেফতারী অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ ইমাম হোসেন(৩৪), পিতা-আনোয়ার হোসেন, সাং-নলুয়া, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, ২। মোঃ দিদার(৪২), পিতা-হাবিব উল্লাহ মাষ্টার, সাং-নলুয়া, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর ৩। মোঃ ইয়াছিন বকাউল(৫২), পিতা-মৃত জযনাল আবেদীন, সাং-প্রসন্নকাপ, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর ৪। মোঃ শরীফ(৩০), পিতা-তাজুল ইসলাম, সাং-দারশা তুলপাই, মাদাগাজী প্রধানীয়া বাড়ী, ৫নং পশ্চিম সহদেবপুর ইউপি, ৩নং ওয়ার্ড, থানা-কচুয়া, জেলা-চাঁদপুরদেরকে গ্রেফতার করেন।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ। ফরিদগঞ্জ থানার পক্ষ থেকে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!