চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় বাংলাদেশ পুলিশ শাহরাস্তি থানার আয়োজনে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে আলোচনা সভা সম্পূর্ণ হয়। আলোচনার অন্যতম বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য- কিশোর গ্যাং, মাদক কারবারি, মাদক গ্রহনকারী, শব্দ দূষণ, ইভটিজিং, চোর-ডাকাত কারবারি, বাল্যবিবাহ প্রতিরোধ সহ সামাজিক অবক্ষয় রোধে করনীয় ও পুলিশকে সহায়তায় জন্য প্রদক্ষেপ গ্রহন করা হয়।
২৫শে ফেব্রুয়ারী রোজ রবিবার সকালে আলোচনা শুরু করে দুপুরে মধ্যে আলোচনা শেষ হয়। এ সময় পুলিশ সদস্য রোকনুজ্জামানে সঞ্চালনায়, প্রধান অতিথি রেজওয়ান সাঈদ (জিকু), সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল।
আলোচনার সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ, শাহরাস্তি থানা।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার হোসেন। মাহবুব আলম, উপজেলা ভাইচ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা যুবলীগ আহবায়ক ও টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক দর্জি।
এসময় আরো উপস্থিত ছিলেন বীট পুলিশ, কমিউনিটি পুলিশ, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, আওয়ামী নেতৃবৃন্দ, বাজার কমিটি সহ ভিবিন্ন পর্যায়ের গুনীজনরা।
এসময় বক্তারা তাঁদের নিজ এলাকা সহ পুলিশিং কাজের প্রসংসা করার সাথে আরো বেশি যোগাযোগের মাধ্যমে সমাজকে রক্ষা করতে পুলিশের আরো বেশি ছড়িয়ে যাওয়ার পরামর্শ দেন।
প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ান সাঈদ (জিকু) বলেন, শাহরাস্তি থানার অনেক কার্যক্রম আমি নিজ হাতে সমাপ্ত ও ভালো সমাধান করেছি। ভবিষ্যতে আরো ভালো করার জন্য আপনাদের সাথে নিয়ে সর্বস্তরে পুলিশের আইনি হাতকে শক্তিশালী করার মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম তথা প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশিদার হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের বাংলাদেশ গড়তে চাই।
বিশেষ অতিথি অফিসার ইনচার্জ, শাহরাস্তি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বলেন, আমি ব্যক্তিগত ভাবে আপনাদের সাথে নিয়ে সকল অপশক্তির কালোহাত মুছতে সক্ষম হব।
মন্তব্য করার জন্য লগইন করুন!