ইমরান হক বাপ্পি।।
চাঁদপুর সদর উপজেলার নানুপুর বাগাদী চৌরাস্তায় চাঁদপুর জমিন হাসপাতালে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেন।
জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জমিন হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রোকনুজ্জামান রোকন।
বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, কুমিল্লা অঞ্চলের পরিচালনায়, ছানী রোগী বাছাইকরণ সহ চক্ষু রোগীর প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।
৩ রা নভেম্বর রবিবার সকাল ১০ টায় এ সেবামূলক ও মানবিক আয়োজনের প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিন বলেন এমন একটা মানবিক আয়োজন করার জন্য রোকন সাহেব কে ধন্যবাদ জানাই তিনি নিজে ডাক্তার না হওয়াইও ডাক্তারদের সাথে যোগাযোগ করেছেন আবার আপনাদের সাথেও যোগাযোগ করেছেন এত করে আপনারা উপকৃত হবেন। বিনামূল্যে চিকিৎসা দিতে আসা ডাক্তারদের প্রতিও ধন্যবাদ জানান তিনি। এতে করেও চিকিৎসার ক্ষেত্রে শহর ও গ্রামের এবং ধনী ও গরিবের বৈষম্যতা লাগব হবে। জেলা প্রশাসক আরও বলেন, আমি আশা করি রোকন সাহেব এই প্রতিষ্ঠানের মাধ্যমে আগামীতেও এই মানবিক ও ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।
রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত বলেন সমাজের প্রতি আমাদের সকলেরই দায়বদ্ধতা রয়েছে এমনিভাবে সকলেই সকলের তরে মানবিকভাবে কাজ করলে সকলেই ভালো থাকবো।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার উদ্দিন বলেন আসলে আমাদের কাজ হচ্ছে শুধু সেবা করা আইনশৃঙ্খলা রক্ষা করা ও সকল অপরাধ মূলক কার্যক্রম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
চাঁদপুর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক ডাঃ শেখ মোঃ মহসীন বলেন আসুন আমরা সকলেই রোকন সাহেবের মত স্ব স্ব এলাকায় গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আজকের এই আলহাজ্ব রোকনুজ্জামান রোকন সামাজিক ও সাংগঠনিক কাজের মাঝে অনেক ব্যস্ততায় থেকেও অসহায় রোগাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। চাঁদপুর জামিন হাসপাতাল আত্ম মানবতার সেবায় অবিরাম কাজ করে চলছেন। ওনার গোটা জীবন আত্ম মানবতার সেবায় কাটিয়ে দিয়েছেন। নিশ্চয়ই এলাকাবাসী ও প্রশাসন এ প্রতিষ্ঠানটির যেকোনো ভালো কাজে সার্বিক সহায়তায় এগিয়ে আসবেন।
আরো বক্তব্য রাখেন জেলা কিংডার গার্ডেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি পীরজাদা মাওলানা অধ্যক্ষ মাহফুজুল্লাহ ইউসুফী তিনি বলেন মানুষ হিসেবে আমরা সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব তাই এই শ্রেষ্ঠ জীবের সেবা করাও সর্ব উত্তম কাজ।
দৈনিক চাঁদপুর জমিন পত্রিকায় যুগ্ম সম্পাদক খোরশেদ আহম্মদ বলেন রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে আমরা শুধু মানব সেবা করতে চাই শিখতে চাই জানতে চাই আমাদের কাজে নিশ্চয়ই সকলে উৎসাহ দিবেন সাহস দিবেন এবং প্রশাসন আমাদের ভালো কাজে সহযোগিতা করবেন।
আরো উপস্থিত ছিলেন নানুপুরের পীরজাদা আহম্মদ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফজলুল হক, রায়পুর প্রেসক্লাবের অর্থসম্পাদক মোঃ মঞ্জুর হোসেন। স্টাপ রিপোর্টার শাহ নেওয়াজ সুমন ও সজীব হোসেন মনির সহ স্থানীয় সাংবাদিক চিকিৎসক টিমের সদস্য সহ এলাকার বিশিষ্টজন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন উপস্থিত রুগিদের মাঝে পরামর্শ দিয়ে আরও বলেন আমাদের কন্যাদের যারা বয়স ১০ থেকে ১৪ বছর তাদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন নেওয়ার সুযোগ রয়েছে। এই মাসের ২৩ তারিখ পর্যন্ত যে কোন হাসপাতালে গিয়ে এই ভ্যাকসিনটি গ্রহণ করার জন্য উনি তাগিদ দিয়েছেন। তিনি অনুরোধ করে আরও বলেন যারা স্কুলে পড়েন সেখানে রেজিস্ট্রেশন করে হাসপাতালে গিয়ে ভ্যাকসিনটা অবশ্যই নিবেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!