প্রধান প্রতিবেদকঃ
চাঁদপুরে প্রবাসীর বউকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাশেম খানের ছেলে রাজু আহমেদকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
৯ অক্টোবর সোমবার ফরিদগঞ্জ উপজেলার কুদ্দুস মিয়ার মেয়ে চাঁদপুর সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী মিথিলা তার মায়ের সাথে যাওয়ার সময় চাঁদপুর নতুন বাজার-পুরান বাজার ব্রিজের গোড়ায় রাজু বেশ কয়েকজন ছেলেকে নিয়ে মিথিলাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় মিথিলার পরিবার চাঁদপুর মডেল থানাকে অবহিত করলে এসআই শাহজাহান ঘটনাস্থলে গিয়ে রাজুকে আটক করে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল বলে জানাযায়। তবে মিথিলার পূর্বে পারিবারিক ভাবে বিয়ে হওয়ায় তার পরিবার বিষয়টি মানতে পারেনি। ফলে মিথিলার বাবা বাদী হয়ে এর আগে থানায় জিডি করে।
এ বিষয়ে মিথিলার মা জানায়, আমার মেয়ের পারিবারিক ভাবে বিয়ে হয়ে গেছে। তার স্বামী সিঙ্গাপুর থাকে। এখন এই ছেলে আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে যেতে চায়।
চাঁদপুর সদর মডেল থানায় এসআই শাহজাহান জানায়, এই বিষয়ে এর আগে মেয়ের বাবা থানায় জিডি করেছে। আজকে আবার আমরা ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে আটক করে নিয়ে আসি।
তবে এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ইব্রাহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান কাশেম খানের ব্যবহারিত নাম্বারে একাধিক বার ফোন করেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!