ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ মিছিলে অংশ নেন।
বিক্ষোভকারীরা ইসরায়েলের দখলদারিত্ব ও নৃশংস হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হয়। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, “ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে। বিশ্ব সম্প্রদায়ের উচিত অবিলম্বে এই গণহত্যার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া।”
পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শেষ হয়। স্থানীয়রা জানান, সামনের দিনগুলোতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হতে পারে।
মন্তব্য করার জন্য লগইন করুন!