চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের পরিচালক, বদভ্যাস নির্বাহী ও মহিলা বদভ্যাস প্রশাসক পদে আওয়ামী লীগের ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ষষ্ঠ উপজেলা পরিষদের রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিযোগীরা ছবি পেয়ে জরিপ ক্ষেত্রে প্রবেশ করেছেন এবং নাগরিকদের কাছে ভোট চাইছেন।
পরিচালক পদ:খাজে আহমেদ মজুমদার (প্রতীক চিংড়ি),ইঞ্জিঃ মোহাম্মদ আমির আজম রেজা (প্রতীক আনার)
বদভ্যাস প্রশাসক (পুরুষ):আবু সুফিয়ান শাহীন (ছবির চশমা),আকবর হোসেন মনির (ছবির তালা),
কামরুজ্জামান পাটোয়ারী সবুজ (ছবি বই)
বদভ্যাস নির্বাহী (মহিলা):মাজুদা বেগম (ছবি ক্যামেরা),রিনা নাসরীন (ছবি ফুটবল),হালিমা বেগম (ছবি পদ্মফুল)
ভোটারদের শরীরে ঝুলছে: প্রতিযোগীদের ছাপ সম্বলিত ছবি, পতাকা ও ব্যানারের অংশ।
প্রচারণা: প্রতিযোগী এবং আবেদনকারীর সহযোগীরা হাতে হ্যান্ডআউট নিয়ে মাঠে রয়েছেন। বাড়ি ফিরে নাগরিকদের কাছে ভোট চাইছেন। মহিলারাও আপ-আগতদের পাশে ঘরে ঘরে যাচ্ছেন।
ভোটগ্রহণ: ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে।
১২ মে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জিএস তছলিম আহমেদ, তোফায়েল আহমেদ ভূঁইয়া, সাইফুল ইসলাম রিপন ও বদভ্যাসের পরিচালক কামরুল ইসলাম রোমানকে তাদের পদবী কাগজপত্র পৃথক কারণ উল্লেখ করে বের করে দেন।
সোমবার (13 মে) প্রতিযোগীদের মধ্যে ছবিগুলি আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!