চাঁদপুরমুখী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে গাড়ির কাচ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এতে করে যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেনের মধ্যে ছোটাছুটি শুরু করে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনী স্টেশনে পৌঁছার আগ মুহূর্তে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। চট্টগ্রামের এসএসটিএল মোহাম্মদ রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমি নিজেও এখন মেঘনা ট্রেনে রয়েছি। বিকেলে যাত্রী নিয়ে চট্টগ্রাম হতে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যায় ফেনী স্টেশনে পৌঁছানোর আগ মুহূর্তে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ট্রেনটিতে পাথর নিক্ষেপ শুরু করে।
তিনি আরও বলেন, মূলত দুর্বৃত্তের দল ৯১৬৫ বগিটিতে পাথর ছুঁড়েছে। এতে ট্রেনের ওই বগির উভয় পাশের বগির জানালার কাচ ভেঙে যায়। তবে কেউ এ ঘটনায় আহত হয়নি এবং সবাই মুহূর্তেই দৌড়ে ছোটাছুটি করে নিরাপদ স্থানে সড়ে যায়।
উল্লেখ্য, চাঁদপুর চট্টগ্রাম রেলপথে সাগরিকা এক্সপ্রেস ও আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস নামে বর্তমানে দুটি ট্রেনই নিয়মিত চলাচল করছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!