চট্টগ্রামে পূর্বনির্ধারিত এক শান্তিপূর্ণ সমাবেশ থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ছাত্র ফ্রন্টের নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে নগরীর দেওয়ানহাট মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, সমাবেশের অনুমতি না থাকায় এবং যান চলাচলে বাধা সৃষ্টি করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে আয়োজকেরা জানায়, ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ ব্যানার ছিনিয়ে নেয় ও মাইক ভাঙচুর করে। এরপর বাসদ (খালেকুজ্জামান) চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী, ছাত্র ফ্রন্ট নেতা মিনহাজ উদ্দিন এবং ইজিবাইক চালক মো. রোকন-কে তুলে নেয়।
সংগ্রাম পরিষদের সদস্যসচিব মনির হোসেন বলেন, “আমরা দীর্ঘ ১৩ বছর ধরে ৭ দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা কোনো রাষ্ট্রবিরোধী কাজ করিনি, বরং ইজিবাইকের নীতিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি। এমন অমানবিক দমন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
এদিকে ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, “সমাবেশের কোনো অনুমতি ছিল না। তারা সড়ক অবরোধ করছিল, যান চলাচলে বাধা দিচ্ছিল। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে এবং তাঁদের হালিশহর থানার একটি পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ও শ্রমজীবী জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আন্দোলনকারীরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে আটক নেতাদের মুক্তির দাবি তুলেছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!