নিজস্ব প্রতিবেদক।
ময়মনসিংহের গৌরীপুরে এক মোবাইল চোরসহ দুইজনকে গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ। রবিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, আটক মোবাইল চোর ৫ নম্বর সহনাটি ইউনিয়নের পাছার গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ শাকিব হাসান। এসময় তার কাছ থেকে আটটি স্মার্ট ফোন উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া এক বছর তিন মাস সাজাপ্রাপ্ত আসামি মানিককে গ্রেফতার করা হয়েছে। সে পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার মৃত আবু তালেবের ছেলে। মানিক একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক ছিল।
গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান আসামিদের সোমবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
লগইন
গৌরীপুরে মোবাইল চোরসহ দুই আসামী আটক
মন্তব্য করার জন্য লগইন করুন!