জনপ্রিয় ক্রোম ব্রাউজারের আপডেট দেখিয়ে নতুন এক সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। বিশেষ করে ম্যাকবুক ব্যবহারকারীদের লক্ষ্য করে ছড়ানো হচ্ছে ‘ফেরেট’ ম্যালওয়্যার। একবার এই ম্যালওয়্যার যন্ত্রে প্রবেশ করলে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য চুরি হয়ে চলে যাচ্ছে হ্যাকারদের কাছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেন্টিনেলল্যাবস জানাচ্ছে, ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে প্রথমে ব্যবহারকারীদের টার্গেট করা হয়। এরপর ভুয়া নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রোম ব্রাউজার আপডেট করার লিংক পাঠানো হয়। ব্যবহারকারী লিংকে ক্লিক করলেই ফেরেট ম্যালওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায় এবং যন্ত্রের নিরাপত্তাব্যবস্থা ফাঁকি দিয়ে তথ্য হাতিয়ে নেয়।
কিভাবে রক্ষা পাবেন?
সাইবার নিরাপত্তা গবেষকেরা বলছেন, এই ম্যালওয়্যার সহজেই যেকোনো নিরাপত্তা সফটওয়্যারকে পাশ কাটাতে পারে। তাই সতর্ক থাকার জন্য সন্দেহজনক লিংকে ক্লিক করা এবং অজানা সফটওয়্যার ডাউনলোড থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
অ্যাপলের পদক্ষেপ
ফেরেট ম্যালওয়্যার শনাক্ত হওয়ার পর অ্যাপল ইতোমধ্যে তাদের নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করেছে। তবে ব্যবহারকারীদেরও নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে সাবধান থাকতে হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো ফেরেট ম্যালওয়্যার শনাক্ত হয়েছিল। তবে নতুন করে ছড়ানো এই সংস্করণটি আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ও বিপজ্জনক বলে জানিয়েছে সেন্টিনেলল্যাবস।
আপনার ডিভাইস নিরাপদ রাখতে কখনোই অজানা লিংকে ক্লিক করবেন না!
মন্তব্য করার জন্য লগইন করুন!