কক্সবাজারের ভারুয়াখালীতে র্যাবের সাথে ডাকাতদের গোলাগুলি হয়েছে।এ ঘটনায় বায়াত উল্লাহ নামে এক কৃষক নিহত হয়েছেন।
র্যাব অভিযানে মাসুদ চৌধুরী নামে এক এনজিও কর্মীকে উদ্ধার করেছে।ডাকাত দলের প্রধান ফরহাদকে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে, বেসরকারি এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে অপহরণ করা হয়। র্যাব খবর পেয়ে অভিযান চালালে ডাকাতরা গুলি চালায়। এতে বায়াত উল্লাহ নিহত হন।
র্যাব অধিনায়ক এম.এস. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মূলত ডাকাতদের গুলিতেই কৃষক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আহত র্যাব ও মেডিকেল রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন যে, 'শেরে বাহিনী' নামে পরিচিত ডাকাত দল এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে।
র্যাব অভিযানে মোস্তাক নামে আরেক ডাকাতকে আটক করা হয়েছে।নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
মন্তব্য করার জন্য লগইন করুন!