বরগুনার আমতলীর চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৩১ আগষ্ট বুধবার বিকালে ঘটখালী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে আলোচনা সভা, দোয়া ও গনভোজ অনুষ্ঠিত হয়।
চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগের বরগুনা জেলা পরিষদ সদস্য আহুরুজ্জামান আলমাসের সভাপতিত্বে শোকসভা,গণভোজ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান ,উপজেলা আওয়াীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড: আবুল কালাম সামসুদ্দিন সানু , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাড. আরিফ উল হাসান আরিফও সদস্য মো. মাহবুবুল ইসলাম। যুবলীগের সাবেক সহ -সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান , সাইফুল ইসলাম বাদলসহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ।
মন্তব্য করার জন্য লগইন করুন!