দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে নারী ভোটাদের ভোটকেন্দ্র আসার জন্য উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারী) সকালে উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ মাধ্যেমিক বিদ্যালয় মাঠে আয়োজতি অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডলের সঞ্চালনায় ভোটার উদ্বুদ্ধকরণ সভায় সভাপতির বক্তব্য রাখনে, চাঁদপুরের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং অফিসার কামরুল হাসান তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া আপনার অধিকার। ভোট হলো জনগনের রায়, আপনার রায় আপনাকেই দিতে হবে। রহিম উদ্দিনের কান চিলে নিয়ে যাওয়ার গল্পের মতো কানে হাত দিয়ে না দেখে চিলের পিছনে দৌঁড়ানো যাবে না। আমাদের সচেতন হয়ে ভোট কেন্দ্রে এসে সম্পূর্ণ পর্দা মেনে যাকে ভালো লাগে আপনারা তাকে ভোট দিন। গুজবে কান দেয়া যাবে না, ভোট দেয়া নাগরিকের অধিকার। ভোটকেন্দ্রে না গিয়ে চায়ের দোকানে বসে গুজব ছড়াবেন না। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে ।
আপনারা ভোট দিয়ে আপনাদের যোগ্য প্রার্থী নির্বাচন করুন। আপনাদের ভোট দিয়ে আপনার আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করুন। এসময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমদে, অতিরিক্ত পুলশি সুপার রাশেদুল ইসলাম, জেলা নির্বাচন র্কমর্কতা তোফায়লে আহমদে, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমদে,উপজেলা সহকারী কমিশনার আজিজুর নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ থানা অফিসার ইনর্চাজ সাইদুল ইসলাম প্রমূখ।
প্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, বাংলাদশে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নোঙ্গর প্রতীকের প্রার্থী ড. মোঃ শাহাজান, বাংলাদেশ পিপলস পার্টির আম প্রতিকের প্রার্থী আবদুল গনি।
মন্তব্য করার জন্য লগইন করুন!