স্টাফ রিপোর্টার - ইমরান হক।।
অসংখ্য গুম-খুনের সাথে জড়িত বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, তার মুখ খুলতে শুরু করেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ৮ দিনের রিমান্ডের ১ম দিন ভোররাত থেকে মুখ খোলা শুরু করেছে খুনি জিয়াউল। রিমান্ডে তিনি প্রকাশ করেছেন,
খুন ও গুমের আদেশ কিভাবে ও কার মাধ্যমে আসতো কিভাবে গুম করা হতো, কোথায় গুমের শিকার ব্যক্তিদের রাখা হতো এবং তাদের হত্যা করা হতো ও হত্যা পরবর্তী কিভাবে নদীতে, রেল লাইনে, এসিডে/রাসায়নিকে গুলিয়ে লাশ ডিসপোজ করা হতো। এছাড়াও, তিনি বিভিন্ন সেনা অফিসার, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং টার্গেটেড ব্যক্তিবর্গের মোবাইল কথোপকথন রেকর্ড করে তা বিকৃতভাবে বিভিন্ন জায়গায় উপস্থাপন করতেন বলে স্বীকার করেছেন।
রিমান্ডে এখন পর্যন্ত যে সকল নাম এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য নামসমূহ হলো, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী, লেফটেন্যান্ট জেনারেল মো. মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন, কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, ফারকী হাসান (ব্যবসায়ী/কানাডা প্রবাসী রাজনীতিবিদ)।
মন্তব্য করার জন্য লগইন করুন!