হুমায়ুন কবির, রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে একটি মাদ্রাসার সামনে থেকে ভ্যানগাড়িতে থাকা বস্তা ভর্তি প্যারেক মারা বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার(৩ অক্টোবর)উপজেলার হোসেনগাঁও দাখিল মাদ্রাসার সামনে থেকে এসব দেশীয় অস্ত্র এলাকাবাসীরা উদ্ধার করেন।
সেইসাথে ভ্যান চালক ও তার সাথে থাকা আরও একজনকে আটক করেন। এ সময় আরো দু'জন পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা ভ্যানভর্তি অস্ত্র জমা ও আটক দু'জনকে থানা পুলিশে সোপর্দ করেছেন।স্থানীয়রা জানায়,এদিন ভোররাতে হোসেনগাঁও দাখিল মাদ্রাসার সামনে দিয়ে একটি ভ্যানগাড়ি যোগে বস্তায় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানটিকে আটক করে।
এ সময় ভ্যানে থাকা বস্তা ভর্তি প্যারেক মারা বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। কিন্তু ভ্যানচালক ও তার সহযোগীকে আটক করে ফেলে স্থানীয়রা। তারা ধারণা করছেন এলাকায় কোন বড় ধরণের নাশকতা সৃষ্টির জন্যই এসব দেশীয় অস্ত্র নিয়ে আসা হয়েছিল। হোসেনগাঁও গ্রামের সহকারী শিক্ষক মোবারক হোসেন জানান, প্রতিটি দুই থেকে আড়াই হাত বাঁশের লাঠির একপাশে ৭ থেকে ৮ টি করে লোহার প্যারেক ঢুকানো রয়েছে। বড় ধরনের একটি গণ্ডগোল কিংবা নাশকতা সৃষ্টির জন্য কে বা কাহারা অস্ত্রগুলো তৈরি করে নিয়ে এসেছিল।
এ নিয়ে বর্তমানে ওই এলাকায় মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, এলাকাবাসীরা প্যারেক মারা বাঁশের তৈরী অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং আটক দু'জনকে থানা পুলিশে সোপর্দ করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!