BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
২০২৪ সালের ৮ আগস্ট শপথ নেওয়ার পর এক বছর পূর্ণ করতে যাচ্ছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এক বছরের মাথায় এই সরকারের ১২টি প্রধান অর্জনের কথা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই ১২টি সাফল্যের তালিকা প্রকাশ করেন তিনি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সরকারের উল্লেখযোগ্য অর্জনগুলো—১. দেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরেছেজুলাই অভ্যুত্থানের পর দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার। প্রতিশোধ ও বিশৃঙ্খলার বদলে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছে বর্তমান নেতৃত্ব।