BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন—এমন খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হলেও বিষয়টি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (১২ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে শফিকুল আলম জানান, “রোম সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, যা সঠিক নয়। আমি স্পষ্ট করে বলতে চাই—বাসস বা অন্য কোনো সংবাদমাধ্যম আমার সঙ্গে এ বিষয়ে কথা বলেনি। বাস্তবে এমন কোনো বৈঠকও নির্ধারিত ছিল না।”