জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন—এমন খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হলেও বিষয়টি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১২ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে শফিকুল আলম জানান, “রোম সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, যা সঠিক নয়। আমি স্পষ্ট করে বলতে চাই—বাসস বা অন্য কোনো সংবাদমাধ্যম আমার সঙ্গে এ বিষয়ে কথা বলেনি। বাস্তবে এমন কোনো বৈঠকও নির্ধারিত ছিল না।”
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের সভায় যোগ দিতে রোমে গেছেন এবং সেখানে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে কোনো বৈঠক নির্ধারিত নেই।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, তিনি রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রোকেবুল হক।
ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে অতিথি হিসেবে ভাষণ দেবেন ড. ইউনূস। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন বিষয়ে বৈঠক করবেন বলে জানা গেছে।
১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত এ ফোরামে বিশ্বের নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ড. ইউনূসের এই সফর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক সক্রিয়তা বাড়াবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!