বায়ার্ন মিউনিখের তারকা হ্যারি কেইন দলগতভাবে খারাপ পারফরম্যান্সের পরও ব্যক্তিগতভাবে দারুন খেলছেন। সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে তিনি স্পর্শ করেছেন অসাধারণ এক মাইলফলক। এবার তার লক্ষ্য আরেকটি রেকর্ড ভাঙা, বুন্ডেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড।
টটেনহ্যাম হটস্পার ছেড়ে চলতি মৌসুমের শুরুতে বায়ার্নে যোগদান করেন।বুন্ডেসলিগায় প্রথম ম্যাচ থেকেই গোল করতে শুরু করেন।৩১ ম্যাচে ৩৫ গোল করে বুন্ডেসলিগায় সর্বোচ্চ স্কোরার।ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট ৪০০ গোল।বায়ার্নে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ৪২ গোল।
বুন্ডেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙা।২০২০-২১ মৌসুমে রবার্ট লেভানদোভস্কি ৪১ গোল করে এই রেকর্ড গড়েছিলেন।বায়ার্নের বাকি তিন ম্যাচে আরও ৬ গোল করলেই রেকর্ড তার।
“এটা সম্ভব, কিন্তু নিজেকে তাড়াতে হবে।”"আগামী সপ্তাহে কয়েকটা গোল করতে হবে।""শেষ কয়েক ম্যাচ কেমন যায় তার উপর নির্ভর করছে।""আজ গোল করে দলকে সাহায্য করতে পেরে আনন্দিত।"
বায়ার্ন মিউনিখের ১১ বছরের শাসন শেষ হয়েছে, শিরোপা জয় নিশ্চিত করেছে বায়ার লেভারকুজেন।
বায়ার্ন এখন লড়ছে রানার্সআপ হয়ে আসর শেষ করার জন্য।
হ্যারি কেইন বুন্ডেসলিগার ইতিহাসে এক নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তিনি যদি বাকি তিন ম্যাচে আরও ৬ গোল করতে পারেন, তাহলে রবার্ট লেভানদোভস্কির রেকর্ড ভেঙে ফেলবেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!