অনলাইন নিউজ ডেস্ক
হাজীগঞ্জে জুয়াখেলা অবস্থায় ৬ জন সহ একই গ্রামের ৭ জনকে কে আটক করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর টেকের বাজার এলাকা থেকে ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সর্দার বাড়ির মৃত আব্দুল আলীর ছেলে মো. জাহাঙ্গীর (৪৫) ও মৃত রুহুল আমিনের ছেলে দুলাল (৫০), ভুঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে হেদায়েত উল্যাহ্ (৪৬), সিংহের বাড়ির মৃত মনু মিয়ার ছেলে দুলাল (৫০), মৃত ইসমাঈলের ছেলে ইব্রাহিম (৪০) ও আব্দুর রবের ছেলে ইব্রাহিম খলিল (২৮)।
এছাড়া একই দিনে হাজীগঞ্জ বাজারে নেশাগ্রস্ত অবস্থায় মানুষের সাথে অসংলগ্ন আচরণ কথা-বলার অভিযোগে ওই গ্রামের আলী আহম্মদের ছেলে সরোয়ার (২৫) নামের অপর এক যুবককে আটক করে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে মোহাম্মদপুর গ্রামের টেকের বাজার এলাকায় মায়া বেগমের চায়ের দোকানের পেছনে খোলা জায়গায় জুয়া খেলাবস্থায় ৬ জনকে আটক করেন, হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম ছামদানিসহ সঙ্গীয় ফোর্স।
এর আগে এদিন বিকালে হাজীগঞ্জ বাজারস্থ সান্ত্বনা মার্কেট সংলগ্ন এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় মানুষের সাথে অসংলগ্ন আচরণ ও কথাবার্তা বলার অভিযোগে ওই গ্রামের সরোয়ার নামের অপর এক যুবককে আটক করেন হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো. নাজমুল হাছান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!