হাজীগঞ্জে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজেের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরি প্রমুখ।
এ সময় অধ্যক্ষদের মধ্যে বক্তব্য দেন, নওহাটা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আবু যোফার মো. আবু বকর ছিদ্দিক, প্রধান শিক্ষকদের পক্ষে পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটওয়ারী ও সুপারদের (সুপারিন্টেন্ডেন্ট) পক্ষে ধেররা মাদ্রাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়ার সুপার মোহাম্মদ আলী নকশেবন্দী।
মো. নুরুল আমিন মিয়া ও মো. জাহিদ হাসানের যৌথ উপস্থাপনায় অতিথিদের বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকসহ অন্যান্য অতিথিবৃন্দ ও শিক্ষকগণ।
এসময় অধ্যক্ষ মো. আব্দুর রহিম, মো. ছগির হোসাইন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, জোৎস্না আক্তার, মো. আব্দুল হক, মো. দেলোয়ার হোসেন, মো. শাহপরান, মো. ইসমাইল হোসেন, মো. জয়নাল আবেদীন টিটু, মো. শাহএমরান, মো. আবু তাহের, মো. শাহজাহান, মো. মোবারক হোসেন, মো. ইকবাল হোসেন, মো. বিল্লাল হোসেন, মো. নাছির উদ্দিন, কবির হোসেন, মো. জাহাঙ্গীর আলম প্রধানসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!