মোঃ মহসিন হোসাইন : দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
গতকাল (শুক্রবার) সন্ধায় চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এ্যাড. রোমান এর পৃষ্ঠ পোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সমাজকল্যাণ মন্ত্রী- ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, চাঁদপুর। সহ সভাপতি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ডা. জে. আর ওয়াদুদ (টিপু), মেয়র চাঁদপুর পৌরসভা- জিল্লুর রহমান জুয়েল, সহ সভাপতি চাঁদপুর ক্রীড়া সংস্থা- জাহিদুল ইসলাম রোমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, চাঁদপুর জেলা খেলাধুলায়ও এগিয়ে রয়েছে। এসময় তিনি অনুর্ধ্ব ১৬ জাতীয় ফুটবল দলের গোল রক্ষক হিসেবে সদ্য চান্স পাওয়া মেঘলা রবি দাস'কে কাছে নিয়ে বেশ প্রশংসা করে চাঁদপুরের মান উজ্জ্বল করায় তাকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- চাঁদপুর প্রশাসক ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি- কামরুল হাসান ।
মন্তব্য করার জন্য লগইন করুন!