ডেনমার্কের তরুণ স্ট্রাইকার রাসমুস হয়লুন্দ গত ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদ্যাপন করে আলোচনায় এসেছিলেন। তবে তাঁর উদ্দেশ্য অপমান বা বিদ্রূপ ছিল না, বরং ‘আইডল’ রোনালদোকে সম্মান জানানো। আর সেই উদ্যাপনেরই পাল্টা জবাব দিলেন পর্তুগিজ মহাতারকা।
রোনালদোর প্রতিশ্রুতি, মাঠে বাস্তবায়ন
রোনালদো আগেই বলেছিলেন, হয়লুন্দের সামনে একই উদ্যাপন করতে চান তিনি। কথা রেখেছেন ‘সিআর সেভেন’। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দারুণ এক গোল করে হয়লুন্দের সামনেই করলেন সেই চিরচেনা ‘সিউ’ উদ্যাপন।
তবে ম্যাচের শুরুতে রোনালদোর জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা পর্তুগাল লিসবনের ফিরতি লেগের ম্যাচে ৬ষ্ঠ মিনিটেই পেনাল্টির সুযোগ পায়। কিন্তু রোনালদো তা মিস করে বসেন! হতাশায় ভেসে যায় পর্তুগাল শিবির।
নাটকীয়তায় ভরপুর ম্যাচ, রোনালদোর দারুণ প্রত্যাবর্তন
পেনাল্টি মিসের পর ৩৮ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে পর্তুগাল। এরপর ৫৬ মিনিটে রাসমুস ক্রিস্টিনসেন গোল করে ডেনমার্ককে ২-১ গোলে এগিয়ে দেন। তখনই দৃশ্যপট বদলাতে শুরু করে।
৭২ মিনিটে রোনালদো নিজেকে ফিরে পান। তাঁর দারুণ এক গোলে দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ফেরে পর্তুগাল। এই গোলের পরই হয়লুন্দের সামনে সেই বিখ্যাত ‘সিউ’ উদ্যাপন করেন তিনি। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনও শেষ হয়নি।
৭৬ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে ডেনমার্ক আবার লিড নেয় (৩-২)। তবে ৮৬ মিনিটে ফ্রান্সিসকো ট্রিনকাও গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান।
অতিরিক্ত সময়ে পর্তুগালের দাপট
৯১ মিনিটে ট্রিনকাও নিজের দ্বিতীয় গোল করে পর্তুগালকে এগিয়ে দেন (৪-৩)। এরপর ১১৫ মিনিটে গনসালো রামোস করেন ৫ম গোল, নিশ্চিত হয় পর্তুগালের জয়।
শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে ডেনমার্ককে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় পর্তুগাল। ম্যাচ শেষে রোনালদো উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘কী দারুণ রাত, পর্তুগাল!’
নেশনস লিগে আরও নাটকীয়তা, ফ্রান্স-স্পেন সেমিতে মুখোমুখি
একই রাতে উত্তেজনায় ঠাসা ছিল স্পেন-নেদারল্যান্ডস ও ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচও। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে স্পেন। অন্যদিকে, প্রথম লেগে পিছিয়ে থাকলেও দ্বিতীয় লেগে দুর্দান্ত কামব্যাক করে ফ্রান্স সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আগামী ৫ জুন সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।
এদিকে, ইতালির স্বপ্নভঙ্গ করেছে জার্মানি। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ৩-৩ সমতায় ফেরে ইতালি, তবে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে হেরে বিদায় নেয়। ফলে সেমিফাইনালে জার্মানির প্রতিপক্ষ রোনালদোর পর্তুগাল।
আগামী সেমিফাইনাল ম্যাচগুলোতে আরও কী চমক অপেক্ষা করছে? ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রোমাঞ্চকর লড়াইয়ের।
মন্তব্য করার জন্য লগইন করুন!