ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ, সর্বোচ্চ রানের জয় ও নিগারের রেকর্ড ইনিংসে উজ্জ্বল বাংলাদেশ
লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে রেকর্ডের পাতায় নাম লেখাল বাংলাদেশের নারী ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়েছে তারা।
নিগারের ব্যাটে জ্বলল রেকর্ড
নিগার সুলতানা ৭৮ বলে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি—বাংলাদেশ নারী ওয়ানডে দলের ইতিহাসে দ্রুততম। তিনি ১০১ রান করেন মাত্র ৮০ বলে। তাঁর এই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ ৫০ ওভারে ৩ উইকেটে তোলে ২৭১ রান—যা দেশের নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ।
নিগারের আগেই এই রেকর্ডটি ছিল ফারজানা হকের, যিনি ২০২৩ সালে ভারতের বিপক্ষে ১৫৬ বলে শতক করেছিলেন। সেই তুলনায় নিগারের ইনিংস রীতিমতো ঝড়ো।
অপরাজিত শারমিন ও স্পিনারদের দাপট
শারমিন আক্তার ৯৪ রানে অপরাজিত থেকে দলের রানের চাকা চালিয়ে যান। তবে আসল চমক ছিল বোলিংয়ে—ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস দুজনেই নেন ৫টি করে উইকেট। বিশেষ করে জান্নাতুল মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট নিয়ে আলো ছড়ান।
থাইল্যান্ড ইনিংসে ওপেনিং জুটিতে ৩৮ রানের পর আর কোনো জুটি দুই অঙ্ক ছুঁতে পারেনি। ৯৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
পুরোনো রেকর্ড ভেঙে নতুন উড়াল
বাংলাদেশের আগের সর্বোচ্চ জয়ের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে (১৫৪ রান), সেটি ভেঙে এবার হল ১৭৮ রানের বিশাল জয়।
তিনটি রেকর্ড এক ম্যাচে—
দ্রুততম সেঞ্চুরি (নিগার)
সর্বোচ্চ দলীয় সংগ্রহ (২৭১)
সবচেয়ে বড় রানের জয় (১৭৮)
মন্তব্য করার জন্য লগইন করুন!