রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ সাফল্যের অধিকারী কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গতকাল কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে আন্তমহাদেশীয় কাপ জয়ের মাধ্যমে আনচেলত্তি রিয়ালের হয়ে ১৫তম শিরোপা জিতলেন। এর আগে সমান ১৪টি শিরোপা জিতে রিয়ালের কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজের সঙ্গে একই স্থানে ছিলেন তিনি।
- রেকর্ড ভাঙার অনুভূতি
পাচুকার বিপক্ষে জয়ের পর আনচেলত্তি তিনবার একই প্রশ্নের মুখোমুখি হন। প্রতিবারই তিনি বলেন, “খুব আনন্দিত। এটি একটি অসাধারণ সাফল্য। রিয়াল মাদ্রিদে সব সময়ই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এবং এখন ২০২৫ সালের জন্য প্রস্তুত হতে হবে।”
- রিয়াল মাদ্রিদের সাফল্যের ধারা
আনচেলত্তি এর আগে চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক ৫টি শিরোপা জিতেছেন। এছাড়াও তাঁর সাফল্যের তালিকায় রয়েছে ৩টি চ্যাম্পিয়নস লিগ, ২টি লা লিগা, ২টি কোপা দেল রে, ৩টি উয়েফা সুপার কাপ এবং ২টি ক্লাব বিশ্বকাপ।
- মুনোজের উত্তরসূরি
রিয়ালের সাবেক কোচ মুনোজ ১৯৬০ থেকে ১৯৭৪ পর্যন্ত ক্লাবটির হয়ে ১৪টি শিরোপা জিতেছিলেন। আনচেলত্তি সেই রেকর্ড ভেঙে তাঁর স্থানে উঠে এলেন। সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “গ্রেট কোচদের সঙ্গে আমার নাম উচ্চারিত হওয়াটা অনেক সম্মানের।”
- আন্তর্জাতিক সাফল্য
৩০ বছরের কোচিং ক্যারিয়ারে আনচেলত্তি ইতালিতে এসি মিলান, জার্মানিতে বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ডে চেলসি এবং ফ্রান্সে পিএসজির হয়ে শীর্ষ লিগ শিরোপা জিতেছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!