নতুন করে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে পয়েন্ট টেবিলে উল্লেখযোগ্য উন্নতি করেছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ৪৩৪ রানের বিরাট জয়ের পর রোহিত শর্মাদের দল এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে।
৭ ম্যাচে ৫৯.৫২% পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান দ্বিতীয়। ৪টি ম্যাচে জয়, ২টিতে হার এবং ১টি ড্র করেছে ভারত। টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ৪টি ম্যাচে ৭৫% পয়েন্ট নিয়ে তারা এখন এক নম্বরে। ৩টি ম্যাচে জয় এবং ১টিতে হেরেছে উইলিয়ামসনদের দল।
অস্ট্রেলিয়া ৫৫% পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ১০টি ম্যাচ খেলে ৬টিতে জয়, ৩টিতে হার এবং ১টি ড্র করেছে অজিরা। বাংলাদেশ এবং পাকিস্তান যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে।
ফাইনালের লড়াই মূলত অস্ট্রেলিয়ার সঙ্গে। রোহিত শর্মাদের লক্ষ্য হবে অবশিষ্ট ম্যাচগুলোতে জয়ী হয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে ফাইনালে উঠা এবং টেস্ট চ্যাম্পিয়নের খেতাব অর্জন করা।
মন্তব্য করার জন্য লগইন করুন!