ঢাকা, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও এখনও মাঠে নামেনি পাকিস্তান। তার আগেই অবশ্য সমালোচনার মুখে পড়তে হচ্ছে দলটিকে। বিশেষ করে দলের সবচেয়ে বড় তারকা বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সমর্থকরা। তাকে কেউ কেউ 'স্বার্থপর' বা 'নিজের জন্য খেলেন' এমন কথাও শুনতে হয়েছে।
অনেকে বলছেন, বাবর নিজের জন্য খেলেন।কেউ কেউ তাকে 'স্বার্থপর' বলে সমালোচনা করছেন।
বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও সাক্ষাৎকারে বাবর বলেন, “আমি নিজের জন্য খেলি না।আমার চিন্তায় থাকে দলের চাহিদার কথা।
কখনো কখনো ভুল সিদ্ধান্তও নিই।কোনো ওভারে আরও ভালো করতে পারতাম, কোনো ওভারে ধীরগতিতে খেলেছি - এসব নিয়ে নিজেরই ভাবা দরকার।
মাঝে মাঝে দুইজন ব্যাটসম্যান আউট হয়ে গেলে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হয়।রানরেট কমে আসলে দলের হয়ে খেলার চেষ্টা করেন।অধিনায়ক হওয়ার পর থেকে নিজের লক্ষ্যকে পেছনে রেখে দলের জন্য খেলছেন।
পাকিস্তান আগামী ২৩শে অক্টোবর ভারতের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে।ভক্ত-সমর্থকদের আশা, বিশ্বকাপে দারুণ পারফর্ম করবে পাকিস্তান।
মন্তব্য করার জন্য লগইন করুন!