ললমোতাব্বির হোসেন,ভ্রাম্যমান প্রতিনিধি:: হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্টিত হয়েছে।
শনিবার(২৩সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা নদীতে বাগাহাতা যুবসমাজের উদ্যোগে নৌকাবাইচ অনুষ্টিত হয়।
নৌকাবাইচে বাগাহাতা গ্রাম,পৈল গ্রাম, টঙ্গীরঘাট গ্রাম ও শিকারপুর গ্রামের নৌকা প্রতিযোগিতা করে।
প্রতিযোগিতার ফাইনাল খেলায় হবিগঞ্জ টঙ্গীরঘাট গ্রামের নৌকাকে পরাজিত করে হবিগঞ্জ নামাপৈল গ্রামের নৌকা বিজয়ী হয়েছে।
বিজয়ীদের কে ফ্রিজ উপহার দেওয়া হয়েছে।
দ্বিতীয় পুরস্কার একটি এলইডি টিভি ও তৃতীয় পুরস্কার একটি হ্যান্ডসেট উপহার দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এরশাদ আলীর সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!