কলকাতা: জস বাটলারের অসাধারণ সেঞ্চুরির সাহায্যে রাজস্থান রয়্যালস আইপিএলে রেকর্ড গড়ে জয় পেয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২ উইকেটে জয়ী হয় রাজস্থান।
২২৪ রানের লক্ষ্য তাড়া করে শেষ বলে জয় পায় রাজস্থান। এটি আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ রান তাড়ায় জয়। এর আগে ২০২০ সালে শারজাহে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২২৪ রান তাড়িয়ে জয় পেয়েছিল রাজস্থান।
বাটলারের অসাধারণ ব্যাটিং ছিল রাজস্থানের জয়ের মূল চাবিকাঠি। ৯টি চার ও ৬টি ছক্কা সহ ৬০ বলে অপরাজিত ১০৭ রান করেন তিনি। এটি ছিল চলতি আইপিএলে তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন তিনি।
কলকাতার হয়ে সুনিল নারাইনও সেঞ্চুরি করলেও তা রাজস্থানের জয় রুখতে পারেনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন নারাইন। ৫৬ বলে ১০৯ রান করেন তিনি।
রান তাড়ায় রাজস্থানের শুরুটা ছিল খারাপ। নিয়মিত উইকেট হারিয়ে দ্রুত রান তোলার পথে বাধা পায় রাজস্থান। তবে এক প্রান্তে টিকে থেকে দলকে জয়ের দিকে নিয়ে যান বাটলার।
শেষ ছয় ওভারে ৯৬ রানের প্রয়োজন ছিল রাজস্থানের। বাটলারের দারুণ ব্যাটিংয়ে ১৮তম ওভারেই ৭৮ রান তুলে ফেলে রাজস্থান। শেষ দুই ওভারে ২৮ রানের প্রয়োজন ছিল। ১৯তম ওভারে ১৯ রান তুলে নিয়ে রাজস্থানকে জয়ের কাছাকাছি নিয়ে যান বাটলার। শেষ ওভারে ৯ রানের প্রয়োজন ছিল। প্রথম বলই ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন বাটলার।
পঞ্চম বলে দুই রান নিয়ে স্কোর সমান করেন। আর শেষ বল মিডউইকেট দিয়ে খেলে এক রান নিয়ে জয়ের আনন্দে ভাসান দলকে। দলের শেষ ২৯ রানের সবই আসে বাটলারের ব্যাট থেকে!
এই জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসে রাজস্থান। অন্যদিকে হতাশায় ভেঙে পড়ে কলকাতা।
মন্তব্য করার জন্য লগইন করুন!