বসুন্ধরা কিংস ব্যাডমিন্টন কার্নিভাল ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা কিংস নারী এবং পুরুষ ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। হ্যাটট্রিক লিগ চ্যাম্পিয়ন হওয়ায় এই সংবর্ধনা দেয়া হয়েছে দুই দলকে।
বসুন্ধরা কিংস নারী ফুটবল দল ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ মৌসুমে তিনবারই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে, বসুন্ধরা কিংস পুরুষ ফুটবল দল ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ মৌসুমে তিনবারই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান, ডেইলি সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের এডিটর ইন চিফ ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক রাহুল রাহা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইমরুল হাসান বলেন, “টিম ব্যাডমিন্টন আমাদের নারী এবং পুরুষ ফুটবল দলকে সম্মানিত করেছে। এটা আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংস একটি ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি দুই দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের ধন্যবাদ জানাই। লিগে নারী এবং পুরুষ দলের হ্যাটট্রিক শিরোপা জয় বিরল বিষয়। নারী ফুটবল দল তিন আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এটা বিরল। আমরা গিনেস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। এই রেকর্ড গিনেস বুকে লেখা হলে বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংসের নাম আজীবন থাকবে।
উইন্টার ব্যাডমিন্টন কার্নিভালের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি আতাউর রহমান ঢালি এবং জসিম উদ্দিন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসানের হাতে ক্রেস্ট তুলে দেন।
বসুন্ধরা কিংস নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, “আমরা এই সংবর্ধনায় গর্বিত। আমরা ভবিষ্যতেও ভালো খেলে দেশের জন্য গৌরব বয়ে আনতে চাই।
বসুন্ধরা কিংস পুরুষ ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ ইব্রাহিম বলেন, “আমরা এই সংবর্ধনায় অত্যন্ত খুশি। আমরা ভবিষ্যতেও ভালো খেলে দেশের মানুষের ভালোবাসা ধরে রাখতে চাই।
মন্তব্য করার জন্য লগইন করুন!