পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কর্মরত প্রয়াত সাংবাদিকদের স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৬ ডিসেম্বর সন্ধায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে এ
টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সাবেক সাংসদ জাহিদুর রহমান,পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ বদরুল হুদা. কুড়িগ্রাম জেলার সাবেক
আতিরিক্ত জেলা প্রশাসক প্রয়াত সাংবাদিক আখতার হোসেন রাজার ছেলে পুবন আকতার,
সহকারী কমিশনার(ভুমি) ইশফাকুল কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) তাজুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জয়নাল আবেদিন,জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বাবলুর রশীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা। আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তেশাম ইল হক মিম, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি
আসাদুজ্জামান
চৌধুরী মানু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে পীরগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা পরিষদ এবং আজাদ স্পোর্টিং ক্লাব ও পীরগঞ্জ থানা অংশ গ্রহন করেন। এ টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ করবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!