বার্সেলোনার আক্রমণভাগে যেন ফিরতে শুরু করেছে সেই পুরোনো জাদু। নেইমার, মেসি ও সুয়ারেজ—ত্রিমুখী ত্রাস ‘এমএসএন’ জুটির পর আবারও যেন একত্র হয়েছে এক স্বপ্নের আক্রমণত্রয়। এবার সেখানে নাম রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কি।
গতকাল রাতে অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। তিন তারকাই রেখেছেন অবদান। জোড়া গোল করেছেন লেভা, গোল করেছেন ইয়ামাল ও রাফিনিয়াও। শুধু তাই নয়, গোল করানোর ক্ষেত্রেও তাঁদের বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে ফেরমিন লোপেজ বলেন, ‘এমএসএন ছিল অসাধারণ, কিন্তু এখন যাঁরা আছেন, তাঁরাও কিছু কম নন।’
চলতি মৌসুমে এই তিনজন মিলে ইতোমধ্যে বার্সেলোনার হয়ে ৮২টি গোল করেছেন—লেভা ৪০, রাফিনিয়া ২৮, ইয়ামাল ১৪। রাফিনিয়া তো এবারের চ্যাম্পিয়নস লিগেই এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে। ১১ ম্যাচে তাঁর গোল-সহযোগিতা ১৯টিতে পৌঁছে দিয়েছে তাঁকে মেসির ক্লাব রেকর্ডের পাশে।
রাফিনিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে এখন আশঙ্কা সত্যি হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোরও রেকর্ড ভাঙার—এক মৌসুমে সর্বোচ্চ ২১ গোলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন রোনালদো, রাফিনিয়ার এখন সেখানে পৌঁছাতে বাকি মাত্র ২টি।
সদ্য আলোচিত জয়ের পর লেভা বলেন, ‘আমরা একে অন্যকে খুব ভালো বুঝি, সেটা মাঠে প্রতিফলিত হচ্ছে।’ রাফিনিয়ার কণ্ঠেও একই সুর, ‘আমরা একে অপরের খেলা উপভোগ করি, সেটা দলকেও উজ্জীবিত করে।’
চ্যাম্পিয়নস লিগে ১১ ম্যাচে বার্সার গোলসংখ্যা ৩৬। এ মৌসুমে এটি ২১তম ম্যাচ যেখানে বার্সা প্রতিপক্ষের জালে কমপক্ষে ৪ গোল দিয়েছে। হান্সি ফ্লিকের দল যেন আবারও স্বপ্ন দেখাতে শুরু করেছে কাতালান সমর্থকদের।
তবে সেমিফাইনাল নিয়ে এখনই নিশ্চিত কিছু বলতে চান না কেউ। লেভা বলেন, ‘এটা কেবল প্রথম ধাপ। সামনে আরও অনেক পথ বাকি।’
চলতি মৌসুমে এই তিনজন মিলে ইতোমধ্যে বার্সেলোনার হয়ে ৮২টি গোল করেছেন—লেভা ৪০, রাফিনিয়া ২৮, ইয়ামাল ১৪। রাফিনিয়া তো এবারের চ্যাম্পিয়নস লিগেই এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে। ১১ ম্যাচে তাঁর গোল-সহযোগিতা ১৯টিতে পৌঁছে দিয়েছে তাঁকে মেসির ক্লাব রেকর্ডের পাশে।
রাফিনিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে এখন আশঙ্কা সত্যি হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোরও রেকর্ড ভাঙার—এক মৌসুমে সর্বোচ্চ ২১ গোলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন রোনালদো, রাফিনিয়ার এখন সেখানে পৌঁছাতে বাকি মাত্র ২টি।
সদ্য আলোচিত জয়ের পর লেভা বলেন, ‘আমরা একে অন্যকে খুব ভালো বুঝি, সেটা মাঠে প্রতিফলিত হচ্ছে।’ রাফিনিয়ার কণ্ঠেও একই সুর, ‘আমরা একে অপরের খেলা উপভোগ করি, সেটা দলকেও উজ্জীবিত করে।’
চ্যাম্পিয়নস লিগে ১১ ম্যাচে বার্সার গোলসংখ্যা ৩৬। এ মৌসুমে এটি ২১তম ম্যাচ যেখানে বার্সা প্রতিপক্ষের জালে কমপক্ষে ৪ গোল দিয়েছে। হান্সি ফ্লিকের দল যেন আবারও স্বপ্ন দেখাতে শুরু করেছে কাতালান সমর্থকদের।
তবে সেমিফাইনাল নিয়ে এখনই নিশ্চিত কিছু বলতে চান না কেউ। লেভা বলেন, ‘এটা কেবল প্রথম ধাপ। সামনে আরও অনেক পথ বাকি।’
মন্তব্য করার জন্য লগইন করুন!