শেষ পর্যন্ত কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচ পিছিয়ে গেল লিওনেল মেসির ইন্টার মায়ামির। প্রচণ্ড তুষারঝড়ের কারণে স্পোর্টিং কানসাস সিটি ও ইন্টার মায়ামির মধ্যকার ম্যাচটি ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী ম্যাচটি হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়। কনক্যাকাফ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চিলড্রেনস মার্সি পার্কের প্রতিকূল আবহাওয়া ও তুষারপাতের শঙ্কার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
ভয়াবহ ঠান্ডার মধ্যেই খেলতে হবে?
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, কানসাস সিটিতে মঙ্গলবার প্রায় ১০ ইঞ্চি তুষারপাত হতে পারে, আর তাপমাত্রা নেমে আসতে পারে মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে। এই ভয়াবহ ঠান্ডার মধ্যেই ম্যাচ খেলার কথা ছিল মেসিদের।
কনক্যাকাফ তাদের বিবৃতিতে জানিয়েছে, “খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই দুই ক্লাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সূচি পরিবর্তন করা হয়েছে।”
মেসি কি খেলবেন?
সাংবাদিক ফ্রাঙ্কো পানিজোর দাবি, মেসি এত ঠান্ডার মধ্যে খেলতে চান না। তার সূত্র জানায়, “মেসি স্থানীয় সময় মঙ্গলবার এই ঠান্ডার মধ্যে খেলতে রাজি নন। তিনি খেলবেন কি খেলবেন না, তা এখনো নিশ্চিত নয়, তবে ম্যাচ না খেলার সম্ভাবনাই বেশি।”
যদিও ম্যাচ একদিন পিছিয়েছে, তবে তুষারপাত কিছুটা কমলেও ঠান্ডা খুব একটা কমবে না। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, মেসি কি আদৌ এই ম্যাচ খেলবেন? নাকি দলের হয়ে প্রথম লেগের ম্যাচটি মিস করবেন? এখন ফুটবলপ্রেমীদের চোখ থাকবে ইন্টার মায়ামির ঘোষণার দিকে!
মন্তব্য করার জন্য লগইন করুন!