ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা দিয়েছে আর্থিক জটিলতা। বিপিএলের মতো এবার খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে সমস্যায় পড়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ঠিক সময়মতো পারিশ্রমিক না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন ক্লাবটির ক্রিকেটাররা।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর বরাবর একটি অভিযোগপত্র জমা দেন পারটেক্সের খেলোয়াড়েরা। যদিও সেই সময় তিনি উপস্থিত না থাকায় বিসিবি পরিচালক নাজমূল আবেদীনের কাছে চিঠিটি হস্তান্তর করতে যান তারা। পরে সেটি বিসিবির সিইও অফিসে জমা দেওয়া হয়।
এর আগে সকালে অনুশীলন বর্জনের খবরে আলোড়ন সৃষ্টি হয়। যদিও মাঠে ৩-৪ জন খেলোয়াড়কে পারটেক্সের জার্সি পরে দেখা গেলেও, অধিকাংশ ক্রিকেটারই ক্লাবের পক্ষ থেকে পারিশ্রমিকের প্রতিশ্রুতি না আসায় জিমে বসে সময় কাটান। দুপুর পর্যন্ত কোনো আশ্বাস না পেয়ে খেলোয়াড়েরা সিদ্ধান্ত নেন বিসিবিতে যাওয়ার।

দলে থাকা কয়েকজন ক্রিকেটার জানিয়েছেন, এবারের মৌসুমে তাদের তুলনামূলকভাবে কম পারিশ্রমিকে অন্তর্ভুক্ত করা হলেও, তা এখনো পরিশোধ করা হয়নি। বাধ্য হয়েই তারা বিসিবির কাছে অভিযোগ করেছেন। এমনকি পরিস্থিতির উন্নতি না হলে ম্যাচ বর্জনের হুমকিও দিয়েছেন তারা। দলে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাব্বির রহমান ও মুক্তার আলীর মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও।
এ বিষয়ে জানতে চাইলে পারটেক্স ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন দাবি করেন, “খেলোয়াড়েরা ৬০ শতাংশ পারিশ্রমিক পেয়েছে। বাকি অংশও শিগগির দিয়ে দেওয়া হবে। তারা হয়তো ভয় পাচ্ছে, দল ভালো না করলে পুরো টাকা পাবে না।”
তবে এই ঘটনার পর আবারও আলোচনায় চলে এসেছে ঘরোয়া ক্রিকেটে আর্থিক স্বচ্ছতা ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি।
মন্তব্য করার জন্য লগইন করুন!