গত আসরের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স এবার প্লে-অফের দুয়ারেও যেতে পারেনি। শুরুতে একের পর এক ব্যর্থতার পর অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা বিপিএল থেকে সরে দাঁড়ান। এরপর দলের নেতৃত্ব নেন মোহাম্মদ মিঠুন। তার নেতৃত্বে পরের সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় দেখে সিলেট।
মিঠুন বলেন, অধিনায়কত্ব তার জন্য খুব একটা কঠিন মনে হয়নি। এর আগেও তিনি বেশকিছু টুর্নামেন্টে অধিনায়ক করেছেন। তিনি চেষ্টা করেছেন প্রত্যেক খেলোয়াড়কে একসাথে রাখতে এবং তাদের সুবিধাজনক পরিবেশ দিতে।
মিঠুন আরও জানান, শেষের ম্যাচগুলোতে মাশরাফি দলে না থাকলেও রীতিমতো দলের খোঁজ নিয়েছেন। মিঠুনের ভাষায়, মাশরাফি একজন ভালো মোটিভেটর এবং তার ড্রেসিংরুমে থাকাটা দলের জন্য অনুপ্রেরণাদায়ক।
গুরুত্বপূর্ণ দিকগুলো হচ্ছে, মিঠুনের নেতৃত্বে সিলেটের উন্নতি। মিঠুনের অধিনায়কত্ব নিয়ে তার নিজের মতামত। মাশরাফির অনুপ্রেরণা ও দলের প্রতি আগ্রহ।
মিঠুনের নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্স যদিও প্লে-অফে যেতে পারেনি, তবুও তার অধিনায়কত্বে দলের উন্নতি স্পষ্ট। মিঠুন একজন দক্ষ অধিনায়ক হিসেবে প্রমাণিত হয়েছেন এবং ভবিষ্যতেও তার নেতৃত্বে সিলেট ভালো করবে বলে আশা করা যায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!