হিউস্টন, মঙ্গলবার, প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৩ রানে আটকে দিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হাতে রেখে এই রান তোলে তারা।
টস হেরে ব্যাট করতে নেমে টাইগারদের শুরুটা ছিলো বাজে। ৫.১ ওভারে মাত্র ৩৪ রানে দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার ফেরে যান। লিটন ১৫ বলে ১৪ রান করলেও, সৌম্য ১৩ বলে করেন ২০ রান।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ব্যর্থ হন। ক্রিস ছেড়ে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে তিনি ১১ বলে মাত্র ৩ রান করে আউট হন। এরপর রান আউটের শিকার হন সাকিব আল হাসান। ১২ বলে ৬ রান করে মাঠ ছাড়েন তিনি।
তবে হতাশার মধ্যেও দলকে রানের মুখ দেখান তাওহীদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। ২২ বলে ৩১ রান করে আউট হলেও মাহমুদুল্লাহ, ৪৭ বলে ৫৮ রানের দারুন ইনিংস খেলেন তাওহীদ। জাকের আলী ৫ বল খেলে ৯ রানে অপরাজিত থাকেন।
নোয়া হন্ড: ৪ ওভারে ২৭ রান, ২ উইকেট
ইয়ান নাশ: ৪ ওভারে ২৪ রান, ১ উইকেট
ক্যামেরন মিচেল: ৩ ওভারে ১৮ রান, ১ উইকেট
অ্যারন জোন্স: ৩ ওভারে ২৬ রান
লিজেন্ড হোল্ডেন: ২ ওভারে ১৮ রান
টিম ফ্রাইড: ৪ ওভারে ০ রান
আগামীকাল বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। হিউস্টনের একই মাঠেই অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।
মন্তব্য করার জন্য লগইন করুন!