কানো, নাইজেরিয়া, বিবাহবিচ্ছেদের জন্য বিখ্যাত নাইজেরিয়ার উত্তরাঞ্চলের শহর কানোতে এক দম্পতি তাদের ৫০তম বিবাহবার্ষিকী উদযাপন করে সকলের নজর কেড়েছেন।
মাহমুদ কবির ইউসুফ ও রাবিয়াতু তাহির দম্পতির ১৩ সন্তান রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাদের এই অর্জন অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
৭৬ বছর বয়সী ইউসুফ তার স্ত্রীর প্রশংসা করে বলেন, "তিনি খুবই নিঃস্বার্থ ব্যক্তি। আমাদের সুখী দাম্পত্য জীবনের পেছনে তার অবদান অনেক।"
রাবিয়াতু তাহিরও তার স্বামীর প্রশংসা করতে ভুলেননি। তিনি বলেন, "সংসারজীবনের কঠিন সময়েও আমার স্বামী ধৈর্য ধরেছেন এবং শান্ত ছিলেন। আমিও খুব ধৈর্যশীল। আমি মনে করি এটাই আমাদের সফলতার মূলমন্ত্র।"
নব্বইয়ের দশক থেকে কানো শহরে বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধি পাচ্ছে। নাইজেরিয়ার এই জনবহুল শহরে প্রতি মাসে কয়েকশ বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। গবেষণায় দেখা গেছে যে, এখানে ৩২% বিয়ে মাত্র তিন থেকে ছয় মাস টিকে। ২০ থেকে ২৫ বছর বয়সী অনেকেরই ইতিমধ্যে তৃতীয়বার বিয়ে হয়ে গেছে।
এই প্রেক্ষাপটে, ইউসুফ ও রাবিয়াতু দম্পতির দীর্ঘস্থায়ী বিবাহ অনেকের কাছেই আশার আলো। তাদের গল্প প্রমাণ করে যে ভালোবাসা ও ধৈর্য্যের মাধ্যমে যেকোনো বাধাও অতিক্রম করা সম্ভব।
মন্তব্য করার জন্য লগইন করুন!