স্পোর্টস ডেস্ক
মাত্র ৯ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টারের (WCM) স্বীকৃতি অর্জন করে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি দাবাড়ু ওয়ারিসা হায়দার। বিশ্ব দাবা সংস্থা (ফিদে) সম্প্রতি বাংলাদেশ দাবা ফেডারেশনকে ওয়ারিসার টাইটেল সনদ প্রদান করেছে।
ওয়ারিসা গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৮ বিভাগে অংশ নিয়ে বালিকা বিভাগে তৃতীয় স্থান লাভ করেছিলেন। ওই অর্জনের ভিত্তিতেই তিনি খেতাব পাওয়ার যোগ্য হন। তবে নিয়ম অনুযায়ী, ক্যান্ডিডেট মাস্টার হতে হলে প্রয়োজন হয় ১৮০০ রেটিং পয়েন্টের, যা তিনি ২০২৫ সালের জুলাই মাসে পূর্ণ করেন।
সাধারণভাবে মহিলা ক্যান্ডিডেট মাস্টার (WCM) হতে হলে দাবায় ২০০০ রেটিং পয়েন্ট থাকতে হয়। তবে আন্তর্জাতিক বা এশিয়ান বয়সভিত্তিক প্রতিযোগিতায় প্রথম তিনে থাকলে ১৮০০ রেটিং পেলেই টাইটেল দেওয়া হয়।
ওয়ারিসার এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্যই নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের জন্যও এক গর্বের অধ্যায়। তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!