BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল মঙ্গলবার জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির দাম ঘোষণা করেছে। এর আগের মাসের তুলনায় এবার ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম ২৯ টাকা বেড়ে ১৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।বিশ্ববাজারে এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবনমনের কারণে দেশে দাম বেড়েছে বলে জানিয়েছে বিইআরসি।নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।এলপিজির দাম বৃদ্ধির ফলে গৃহস্থালির পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায় ব্যয় বাড়বে।এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ১১৯ টাকা ৪০ পয়সা। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৬৫ টাকা ৭৬ পয়সা।