BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বরগুনাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের পোষ্টার ও ব্যানারে ছেড়ে গেছে শহর ও গ্রামীণ জনপথ। পোস্টার ও ব্যানার ছাড়া তেমন কিছুই চোখে পড়বে না। সৌন্দর্য বিনষ্টের প্রতিযোগিতা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।জানা গেছে,বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে আওয়ামীলীগ, আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র তিন প্রার্থীসহ ১০ জন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে প্রচারে রয়েছেন আওয়ামীলীগ প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু (ঈগল), গোলাম ছরোয়ার ফোরকান (কাঁচি) ও খলিলুর রহমান (ট্রাক)। অন্য সকল প্রার্থীদের চোখে পড়ার মত প্রচার, পোষ্টার ও ব্যানার দেখা মিলছে না। আওয়ামীলীগ ও তিন স্বতন্ত্র প্রার্থীর প্রচার, পোষ্টার ও ব্যানার উপজেলা শহর, হাট-বাজার, গ্রাম-গঞ্জ ও গ্রামীণ জনপথের সড়ক জুড়ে আছে। ব্যানার ও পোষ্টারের ছোয়ায় আমতলী-তালতলী যেন ভিন্ন রুপে সেজেছে।