BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সরকারের নির্দেশে দেশের পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ের ৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং আটজন সহকারী পুলিশ সুপার। রাষ্ট্রপতির নির্দেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী অবসর প্রদান করা হচ্ছে। তারা চাকরি থেকে অবসরজনিত সকল সুবিধা পাবেন।